সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া। বায়ু বহে পরিমল লুটিয়া সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া॥ দিবস বিদায় চাহে, যমুনা বিলাপ গাহে-- সায়াহ্নেরি রাঙা পায়ে, কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া॥ এসো বঁধূ, তোমায় ডাকি-- দোঁহে হেথা ব'সে থাকি, আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি, আঁখি-'পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া॥
পূর্ববর্তী:
« সভায় তোমার থাকি সবার শাসনে
« সভায় তোমার থাকি সবার শাসনে
পরবর্তী:
সময় কারো যে নাই »
সময় কারো যে নাই »
Leave a Reply