তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে। তারে কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে॥ যদি মন পেতে চাও, মন রাখো গোপনে। কে তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে। কাছে আসিলে তো কেহ কাছে রহে না। কথা কহিলে তো কেহ কথা কহে না। হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়। হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে।
পূর্ববর্তী:
« তার হাতে ছিল হাসির ফুলের হার
« তার হাতে ছিল হাসির ফুলের হার
পরবর্তী:
তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো »
তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো »
Leave a Reply