প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী!
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা
মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা॥
পূর্ববর্তী:
« প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
« প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
পরবর্তী:
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে »
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে »
Leave a Reply