আমি ফুল তুলিতে এলেম বনে-- জানি নে, আমার কী ছিল মনে। এ তো ফুল তোলা নয়, বুঝি নে কী মনে হয়, জল ভরে যায় দু নয়নে॥ Category: রবীন্দ্রসঙ্গীতTag: রবীন্দ্রনাথ ঠাকুরপূর্ববর্তী:« আমি দীন, অতি দীনপরবর্তী:আমি ভয় করব না »
Leave a Reply