জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে, জেনো প্রিয়ে সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে। কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে, কালিমার 'পরে তার অমৃত সে বরষে॥
পূর্ববর্তী:
« জীবনে যত পূজা হল না সারা
« জীবনে যত পূজা হল না সারা
পরবর্তী:
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ »
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ »
Leave a Reply