নীরবে থাকিস, সখী, ও তুই নীরবে থাকিস। তোর প্রেমেতে আছে যে কাঁটা তারে আপন বুকে বিঁধিয়ে রাখিস॥ দয়িতেরে দিয়েছিলি সুধা আজিও তাহে মেটে নি ক্ষুধা এখনি তাহে মিশাবি কি বিষ। যে জ্বলনে তুই মরিবি মরমে মরমে কেন তারে বাহিরে ডাকিস॥
পূর্ববর্তী:
« নীরবে আছ কেন বাহিরদুয়ারে
« নীরবে আছ কেন বাহিরদুয়ারে
পরবর্তী:
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল »
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল »
Leave a Reply