ঘরেতে ভ্রমর এল গুন্গুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে॥ আলোতে কোন্ গগনে মাধবী জাগল বনে, এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। কেমনে রহি ঘরে, মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে। কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে॥
পূর্ববর্তী:
« ঘরে মুখ মলিন দেখে গলিস নে
« ঘরে মুখ মলিন দেখে গলিস নে
পরবর্তী:
ঘাটে বসে আছি আনমনা »
ঘাটে বসে আছি আনমনা »
Leave a Reply