অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে-- তবে তো ফুল বিকাশে॥ কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে। ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহো পাশে। ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়রতন-আশে। ফিরে এসো ফিরে এসো-- বন মোদিত ফুলবাসে। আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে॥
পূর্ববর্তী:
« অলকে কুসুম না দিয়ো
« অলকে কুসুম না দিয়ো
Leave a Reply