হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব, নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে দীর্ঘ বিভাবরী-- কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া॥ স্বপনরূপিণী অলোকসুন্দরী অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী, তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
পূর্ববর্তী:
« হে নিরুপমা গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা
« হে নিরুপমা গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা
পরবর্তী:
হে মহাজীবন, হে মহামরণ »
হে মহাজীবন, হে মহামরণ »
Leave a Reply