পথিক পরান, চল্, চল্ সে পথে তুই যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই॥ সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা, প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা-- রইল না কিছুই॥ যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই, পথিক পরান, চল্, চল্ সে পথে তুই। অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া-- ছুঁই তারে না ছুঁই॥
পূর্ববর্তী:
« পথহারা তুমি পথিক যেন গো
« পথহারা তুমি পথিক যেন গো
পরবর্তী:
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে »
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে »
Leave a Reply