আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥ ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা, কেবল বলে গেলেম বাঁশির কানে কানে॥ আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে। এমনি গেল সারা রাতি, পাই নি আমার জায়গা সাথি-- বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥
পূর্ববর্তী:
« আমার আর হবে না দেরি
« আমার আর হবে না দেরি
পরবর্তী:
আমার খেলা যখন ছিল তোমার সনে »
আমার খেলা যখন ছিল তোমার সনে »
Leave a Reply