তার বিদায়বেলার মালাখানি আমার গলে রে দোলে দোলে বুকের কাছে পলে পলে রে॥ গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুনসমীরণে গুঞ্জরিত কুঞ্জতলে রে॥ দিনের শেষে যেতে যেতে পথের 'পরে ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে। সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে, কাঁপে সুনীল দিগঞ্চলে রে॥
পূর্ববর্তী:
« তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ
« তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ
পরবর্তী:
তার হাতে ছিল হাসির ফুলের হার »
তার হাতে ছিল হাসির ফুলের হার »
Leave a Reply