সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না। কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে, পথ জানে না ॥ ঝরোঝরো নীরে, নিবিড় তিমিরে, সজল সমীরে গো যেন কার বাণী কভু কানে আনে-- কভু আনে না ॥
পূর্ববর্তী:
« সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
« সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
পরবর্তী:
সখী ওই বুঝি বাঁশি বাজে »
সখী ওই বুঝি বাঁশি বাজে »
Leave a Reply