লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥ চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা-- বনে বনে তব লেখনীলীলার রেখা, নবকিশলয়ে গো কোন্ ভুলে এল ভুলি তোমার পুরানো আখরগুলি॥ মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে-ভরা তোমারি নামের মতো। কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দিল আজি আনি বিরহের কোন্ ব্যথাভরা লিপিখানি। মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি॥
পূর্ববর্তী:
« লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি
« লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি
পরবর্তী:
লুকালে ব’লেই খুঁজে বাহির করা »
লুকালে ব’লেই খুঁজে বাহির করা »
Leave a Reply