যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে। সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥ আজ কেন মোর পড়ে মনে কখন্ তারে চোখের কোণে দেখেছিলেম অফুট প্রদোষে-- সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥ আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে, রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে। শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে, সব আবরণ যাবে যে খসে। সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
পূর্ববর্তী:
« যিনি সকল কাজের কাজী
« যিনি সকল কাজের কাজী
পরবর্তী:
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে »
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে »
Leave a Reply