কেন ধরে রাখা, ও যে যাবে চলে মিলনযামিনী গত হলে॥ স্বপনশেষে নয়ন মেলো, নিব-নিব দীপ নিবায়ে ফেলো-- কী হবে শুকানো ফুলদলে॥ জাগে শুকতারা, ডাকিছে পাখি, উষা সকরুণ অরুণ-আঁখি। এসো প্রাণপণ হাসিমুখে বলো 'যাও সখা! থাকো সুখে'-- ডেকো না, রেখো না আঁখিজলে॥
পূর্ববর্তী:
« কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস
« কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস
পরবর্তী:
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে »
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে »
Leave a Reply