ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লানস্মৃতি। সেই সুরের কায়া মোর সাধের সাথি, স্বপ্নের সঙ্গিনী, তারি আবেশ লাগে মনে বসন্তবিহ্বল বনে॥ দেখি তার বিরহী মূর্তি বেহাগের তানে সকরুণ নত নয়ানে। পূর্ণিমা জ্যোৎস্নালোকে মিলে যায় জাগ্রত কোকিল-কাকলিতে মোর বাঁশির গীতে॥
পূর্ববর্তী:
« ধূসর জীবনের গোধূলিতে
« ধূসর জীবনের গোধূলিতে
Leave a Reply