বাণী মোর নাহি, স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি॥ আমি অমাবিভাবরী আলোছায়া, মেলিয়া অগণ্য তারা নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি॥ তুমি যবে বাজাও বাঁশি সুর আসে ভাসি নীরবতার গভীরে বিহ্বূল বায়ে নিদ্রাসমুদ্র পারায়ে। তোমার সুরের প্রতিধ্বনি তোমারে দিই ফিরায়ে, কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে বিপুল অন্ধকার বাহি॥
পূর্ববর্তী:
« বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে
« বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে
পরবর্তী:
বাদল-দিনের প্রথম কদম ফুল »
বাদল-দিনের প্রথম কদম ফুল »
Leave a Reply