মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন তব চরণতলে শুভলগন গেল চলে, প্রেমের অভিষেক কেন হল না তব নয়নজলে॥ রসের ধারা নামিল না, বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে-- মালা পরানো হল না তব গলে॥ মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে, গেল সে ভেসে। যদি দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে অমৃতফলে॥
পূর্ববর্তী:
« মন্দিরে মম কে আসিলে হে
« মন্দিরে মম কে আসিলে হে
পরবর্তী:
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে »
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে »
Leave a Reply