যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে পারি নি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥ শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে॥ কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে-- আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
পূর্ববর্তী:
« যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
« যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
পরবর্তী:
যে তরণীখানি ভাসালে দুজনে আজি »
যে তরণীখানি ভাসালে দুজনে আজি »
Leave a Reply