না না, ভুল কোরো না গো, ভুল কোরো না, ভুল কোরো না ভালোবাসায়। ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায়॥ বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি, দেয় না সে ফাঁকি, পরিচিত আমি তারি ভাষায়॥ দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়। হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়। রেখো না লুব্ধ করে, মরণের বাঁশিতে মুগ্ধ করে টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়॥
পূর্ববর্তী:
« না না গো না কোরো না ভাবনা
« না না গো না কোরো না ভাবনা
পরবর্তী:
না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে »
না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে »
Leave a Reply