ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥ দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে-- এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥ মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে-- গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে এসেছে যে-- গেল যখন আশার বচন গেছে রেখে॥
পূর্ববর্তী:
« ঝড়ে যায় উড়ে যায় গো
« ঝড়ে যায় উড়ে যায় গো
পরবর্তী:
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে »
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে »
Leave a Reply