উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে। দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে॥ যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসি, সম্মুখেতে মরণ যদি জাগে, করি নে ভয়-- নেবই তারে, নেবই তারে জিতে॥
পূর্ববর্তী:
« উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
« উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
পরবর্তী:
উতল-ধারা বাদল ঝরে »
উতল-ধারা বাদল ঝরে »
Leave a Reply