আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥ বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি। বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥ ভরা নদী ছায়ার তলে ছুটে চলে-- খোঁজে কাকে, পিছু ডাকে। আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥
পূর্ববর্তী:
« আমার যাবার বেলাতে
« আমার যাবার বেলাতে
পরবর্তী:
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় »
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় »
Leave a Reply