সকালবেলায় আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী-- আন্ বাঁশি তোর, আয় কবি॥ শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে গান রেখে যাস আকুল হাওয়ার, নাই যদি রোস নাই র'বি॥ এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে, কুন্দের দুল সীমন্তে। কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানের নূপুরমুখর জাগবে আবার এই ছবি॥
পূর্ববর্তী:
« সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে
« সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে
পরবর্তী:
সখা আপন মন নিয়ে কাঁদিয়ে মরি »
সখা আপন মন নিয়ে কাঁদিয়ে মরি »
Leave a Reply