হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা শেফালির পথ চাহিয়া ॥ কোন্ অমরার বিরহিণীরে চাহ নি ফিরে, কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া ॥ ওগো অকরুণ, কী মায়া জানো, মিলনছলে বিরহ আনো। চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে মনভুলানো মোহনতানে গান গাহিয়া ॥
পূর্ববর্তী:
« হে অন্তরের ধন তুমি যে বিরহী
« হে অন্তরের ধন তুমি যে বিরহী
পরবর্তী:
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে »
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে »
Leave a Reply