মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল-- ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ॥ স্মৃতির ছবি মিলাবে যবে ব্যথার তাপ কিছু তো রবে, তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো ॥ ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে, চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে। হয়েছে শেষ, তবুও বাকি কিছু তো গান গিয়েছি রাখি-- সেটুকু নিয়ে গুন্গুনিয়ে সুরের খেলা খেলো ॥
পূর্ববর্তী:
« মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
« মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
পরবর্তী:
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা »
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা »
Leave a Reply