আহা, জাগি পোহালো বিভাবরী। অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী॥ ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল, মুছ আঁখিজল, চল' সখি চল' অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥ শরতপ্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল, নির্জন বনতল শিশিরসুশীতল, পুলকাকুল তরুবল্লরী। বিরহশয়নে ফেলি মলিন মালিকা এস নবভুবনে এসে গো বালিকা, গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা অলকে নবীন ফুলমঞ্জরী॥
পূর্ববর্তী:
« আহা তোমার সঙ্গে প্রাণের খেলা
« আহা তোমার সঙ্গে প্রাণের খেলা
পরবর্তী:
আহ্বান আসিল মহোৎসবে »
আহ্বান আসিল মহোৎসবে »
Leave a Reply