একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে অনাদরে যে রয়েছে কুণ্ঠিতা ॥ সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুণ্ঠন-- ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ তারে চিনে নেবে॥ আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা, তার দুখরজনীর অশ্রুমালা কখন দুয়ারে অতিথি আসিবে, লবে তুলি মালাখানি ললাটে। আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা পূর্ণপ্রকাশের লগন লাগি-- চিনে নেবে॥
পূর্ববর্তী:
« একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা
« একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা
পরবর্তী:
একবার বলো সখী ভালোবাস মোরে »
একবার বলো সখী ভালোবাস মোরে »
Leave a Reply