আজ সবার রঙে রঙ মিশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয় পরো পরো পরো তবে॥ মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা, আজ আলোর রঙ যে বাজল পাখির রবে॥ আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে। যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে কাঁচা সবুজ ধানের ক্ষেতে। সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক-না রাঙা তোমার রঙেরই গৌরবে॥
পূর্ববর্তী:
« আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
« আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
পরবর্তী:
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় »
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় »
Leave a Reply