ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।' যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি' মুখপানে চেয়ে বলে, 'না, না, না।' বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে' দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
পূর্ববর্তী:
« ও মঞ্জরী ও মঞ্জরী আমের মঞ্জরী
« ও মঞ্জরী ও মঞ্জরী আমের মঞ্জরী
পরবর্তী:
ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো »
ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো »
Leave a Reply