তোমার মনের একটি কথা আমায় বলো বলো তোমার নয়ন কেন এমন ছলোছলো ॥ বনের' পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে। সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে। শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥ আজি দিগন্তসীমা বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো-- ছায়া পড়ে তোমার মুখের 'পরে ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে, অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥
পূর্ববর্তী:
« তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা
« তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা
Leave a Reply