নূপুর বেজে যায় রিনিরিনি। আমার মন কয়, চিনি চিনি॥ গন্ধ রেখে যায় মধুবায়ে মাধবীবিতানের ছায়ে ছায়ে, ধরণী শিহরায় পায়ে পায়ে, কলসে কঙ্কণে কিনিকিনি॥ পারুল শুধাইল, কে তুমি গো, অজানা কাননের মায়ামৃগ। কামিনী ফুলকুল বরষিছে, পবন এলোচুল পরশিছে, আঁধারে তারাগুলি হরষিছে, ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি॥
পূর্ববর্তী:
« নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে
« নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে
পরবর্তী:
নৃত্যের তালে তালে নটরাজ »
নৃত্যের তালে তালে নটরাজ »
Leave a Reply