চৈত্রপবনে মন চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চলিতা ওগো ললিতা যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায় অনাদরে হবে ধূলিদলিতা ওগো ললিতা ॥ তোমার লাগিয়া আছি পথ চাহি-- বুঝি বেলা আর নাহি নাহি। বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও-- কণ্ঠাহারে করো সঙ্কলিতা ওগো ললিতা ॥
পূর্ববর্তী:
« চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে
« চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে
পরবর্তী:
চোখ যে ওদের ছুটে চলে গো »
চোখ যে ওদের ছুটে চলে গো »
Leave a Reply