তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে, আমার মনের বনের ফুলের রাঙা রাগে। যেন আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে॥
পূর্ববর্তী:
« তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
« তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
পরবর্তী:
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি »
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি »
Leave a Reply