আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমি সকল দাগে হব দাগি॥ তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার-- তোমার রাগে অনুরাগী॥ আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
পূর্ববর্তী:
« আমি জেনে শুনে তবু ভুলে আছি
« আমি জেনে শুনে তবু ভুলে আছি
পরবর্তী:
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ »
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ »
Leave a Reply