যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল।
যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥
রাঙা হল বসন ভূষণ, রাঙা হল শয়ন স্বপন–
মন হল কেমন দেখ্ রে, যেমন রাঙা কমল টলমল॥
পূর্ববর্তী:
« যা হারিয়ে যায় তা আগলে বসে
« যা হারিয়ে যায় তা আগলে বসে
পরবর্তী:
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে »
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে »
Leave a Reply