আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥ তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী॥
পূর্ববর্তী:
« আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে
« আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে
পরবর্তী:
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি »
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি »
Leave a Reply