এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম। তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা॥ আজি পরিবে বীরাঙ্গনার হাতে দৃপ্ত ললাটে, সখা, বীরের বরণমালা। ছিন্ন ক'রে দিবে সে তার শক্তির অভিমান, তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা-- চরণে করিবে দান। আজপরাবে বীরাঙ্গনা তোমার দৃপ্ত ললাটে সখা, বীরের বরণমালা॥
পূর্ববর্তী:
« এসেছে সকলে কত আশে দেখো চেয়ে
« এসেছে সকলে কত আশে দেখো চেয়ে
পরবর্তী:
এসো আমার ঘরে »
এসো আমার ঘরে »
Leave a Reply