তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি। কেউ কি তা জানে॥ তোমার আছে গানে গানে গাওয়া, আমার কেবল চোখে চোখে চাওয়া-- মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে॥ ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসে প্যালা ভরে নাই। তখনো তো কতই আনাগোনা, নতুন লোকের নতুন চেনাশোনা-- ফিরে ফিরে ফিরে-আসার আশা দ'লে এসেছি কেউ কি তা জানে॥
পূর্ববর্তী:
« তোমার বীণায় গান ছিল
« তোমার বীণায় গান ছিল
পরবর্তী:
তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে »
তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে »
Leave a Reply