গানের ডালি ভরে দে গো উষার কোলে-- আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ॥ চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে, কান পেতেছে নতুন পাতা গাইবি ব'লে ॥ কমলবরণ গগন-মাঝে কমলচরণ ওই বিরাজে ওইখানে তোর সুর ভেসে যাক, নবীন প্রাণের ওই দেশে যাক, ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ॥
পূর্ববর্তী:
« গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে
« গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে
পরবর্তী:
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি »
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি »
Leave a Reply