- বেগম প্রকাশিত হয় কোথায় থেকে ?
- খ্রিষ্টান মিশনারিদের হিন্দু প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত পত্রিকা- ?
- রাম মোহন প্রথম সম্পাদনা করেন?
- ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
- সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়-?
- তত্ত্ববোধীনি পত্রিকায় প্রকাশকাল হলো- ?
- মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?
- ‘লাঙল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ইংরেজ সরকার কবে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তন করেন ?
- প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি ?
- কোন পত্রিকাকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ন প্রতিভা বিকশিত হয়?
- মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত পত্রিকা?
- কোন পত্রিকা কে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল ?
- রংপুরের কাকিনা থেকে প্রকাশিত পত্রিকার নাম ?
——————-
- উঃ ঢাকা থেকে।
- উঃ সম্বাদ কৌমুদী।
- উঃ প্রভাকর।
- উঃ ব্রাসি হ্যালহেড।
- উঃ ২৮ জানুয়ারী, ১৮৩১।
- উঃ ১৮৪৩।
- উঃ সমাচার সভারাজেন্দ্র।
- উঃ কাজী নজরুল ইসলাম।
- উঃ ১৭৯৯ সালে।
- উঃ বিবিধার্থ সংগ্রহ।
- উঃ সাধনা।
- উঃ শিখা।
- উঃ শিখাকে ঘিরে।
- উঃ বাসনা।
Leave a Reply