ইয়া রাছুল আল্লাহ সেই দিনে তরাইও আমারে।
যে দিন আমার যেতে হবে, পুলছেরাত রোজ হাশরে।
তোমার নামে দরুদ ভেজি, অন্ত পায়নি শরার কাজি
তুমি যার উপরে রাজি সেই জন তোমার নৌকায় চড়ে
দেখতে তব মুখের হাসি কত জনা জঙ্গলবাসি
তুমি দেখা দিলে আসি সে জনে দেখে তোমারে।
ওয়াছকরণী পাগল ছিল স্বপ্নে তোমার দিদার পেল।
আক্কাছ দাবীর ছলে রইল নবুয়ত দেখালে তারে
রজ্জব তোমায় দেখার আশে, পার ঘাটে রয়েছে বসে,
বেলা শেষে দেখ এসে যদি তোমার প্রাণে ধরে।।
Leave a Reply