- টেকচাঁদ ঠাকুর – আলালের ঘরে দুলাল (১৮৫৮)
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় – দুর্গেশনন্দিনী (১৮৬৫) বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪)।
- রমেশচন্দ্র দত্ত – বঙ্গবিজেতা (১৮৭৪), সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৪)।
- রবীন্দ্রনাথ ঠাকুর – নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), শেষের কবিতা (১৯২৯)।
- প্রভাত কুমার মুখোপাধ্যায় – রমা সুন্দরী (১৯০৮), রত্নদ্বীপ (১৯১৫), মনের মানুষ (১৯২২), সতীর পতি (১৯২৮)।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – বড়দিদি (১৯১৩), বিরাজ বৌ (১৯১৪), পরিনীতা, মেজদিদি (১৯১৫), কাশীনাথ (১৯১৭), শেষপ্রশ্ন (১৯৩১)।
- তারাশঙ্কর বন্দোপাধ্যায় – ধাত্রী দেবতা (১৯৩৯), গণদেবতা (১৯৪২), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), জলসা ঘর (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩)।
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় – পথের পাঁচালী (১৯২৯), অপরাজিতা (১৯৩১), আরণ্যক (১৯৩৮), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), ইছামতি (১৯৪৯)।
- মানিক বন্দোপাধ্যয় – পদ্মা নদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা ( ১৯৩৬), শহরতলী (১৯৪০), শহর বাসের ইতিকথা (১৯৪৬), অহিংসা (১৯৪১), সোনার চেয়ে দামী (১৯৫১)।
- সৈয়দ ওয়ালীউল্লাহ – লাল সালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৪৫), কাঁদো নদী কাঁদো (১৯৬৫)।
- আখরজ্জমান ইলিয়াস – চিলে কোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৩)।
পূর্ববর্তী:
« বাংলা সাহিত্যের সাহিত্য ধারা
« বাংলা সাহিত্যের সাহিত্য ধারা
পরবর্তী:
বিখ্যাত কবিয়াল »
বিখ্যাত কবিয়াল »
jahangir
i am looking for the book named “sandharag” by falguni mokhopadhay.how could i find the book?any one can tell me.
shiv kumar
sarat chandrar srikanta koi?
mahabub from singapore
uponnas keno pora jayna? how to read this can u let me know about this?
Apu
রত্নদ্বীপ – প্রভাতকুমার মুখোপাধ্যায়
এই বইটা এখানে দেয়া যাবে?
Bangla Library
আমাদের সংগ্রহে নেই আপাতত। সংগ্রহ করতে পারলে অবশ্যই দেয়া যাবে।
DHRUBAJYOTI SEN
ধন্যবাদ