- আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?
- আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে ?
- কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন ?
- মাগন ঠাকুর কে ছিলেন?
- “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছেন ?
- কার আদেশে দৌলত কাজী ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?
- ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকের কাব্য?
- সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?
- “পদ্মাবতী ’’ কে রচনা করেন ?
- “পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?
- কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
- আলাওলের অন্যান্য রচনার নাম করুন।
————-
- উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।
- উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।
- উঃ ফতেহাবাদের জালালপুরে।
- উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
- উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।
- উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের আদেশে।
- উঃ সপ্তদশ শতাব্দী।
- উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’।
- উঃ মহাকবি আলাওল।
- উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
- উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
- উঃ তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।
saiful
a nice site and I am happy to get all.
রনজিৎ কুমার কর্মকার
খুবই ভাল লাগছে বাংলায় এরকম একটি সাইট দেখে। এরকম তথ্যবহুল সাইট আরো হয়া উচিৎ।
Anukul Das
খূব ভালো