- বৈষ্ণব সাহিত্য কি?
- বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে কবে?
- বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?
- শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য ছিল?
- বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কে কে?
- বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয় কে কে?
- বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি?
- জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?
- বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন?
- বৈষ্ণব পদাবালী সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে কে?
- বৈষ্ণব পদাবলী সাহিত্যের উল্লেখযোগ্য মুসলিম কবি কে কে?
- বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কি কি?
- অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত হয়েছে?
- শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কে কে?
—————–
- উঃ বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে।
- উঃ চর্তুদশ শতকে।
- উঃ ষোড়শ শতকে।
- উঃ আঠারো শতক।
- উঃ বিদ্যাপতি ও চন্ডীদাশ।
- উঃ বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।
- উঃ চর্তুদশ শতক।
- উঃ ষোড়শ শতক।
- উঃ ব্রজবুলী ভাষায়।
- উঃ বিদ্যাপতি, চন্ডী দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, যশোরাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, হরহরি সরকার, ফতেহ পরমানন্দ, ঘনশ্যাম দাশ, গয়াস খান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ প্রমুখ।
- উঃ আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুল্লাহ, ্আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস খান, ফাজিল, নাসির মহম্মদ, আলীরজা, করম আলী।
- উঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা।
- উঃ ব্রজবূলী ভাষায়।
- উঃ রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।
Uzzal Kumar Biswas
Please provide 162 to 191 bangla