এক নিম্নবিত্ত পিতার প্রার্থনা
আমার স্বপ্নকে কেউ নোংরা করোনা
আমার স্বপ্ন আমারই বাংলাদেশ
আমার স্বপন একদিন আপন
আমার স্বপ্ন আমারই সন্তান
আমার পতায় বিলীন হবে আমার কান্না
আমি যেন পরাজিত পিতা
যে ভুলে গ্যাছে বলতে,
আমার সন্তান যেন থাকে; দুধে ভাতে…
আজ আমার বাঁচতে চাওয়া এই পৃথিবীতে
আর একটু বাঁচতে চাওয়ার অনুমতি চেয়ে
আজ আমার ঘুম ভাঙা
আর একুটু আশা লাভের আশা দেখে
আজ আমার প্রার্থনা তাই
আমার স্বপ্নকে ঈশ্বর আর বিধাতার মাঝে
ভাগ করে নেয়ার নেয়ার নেয়ার অনুরোধে।
একটি ছোট্ট মানচিত্র আঁকড়ে ধরে
এতটি বছর আমি করেছি পার
কেউ নেই যে তার হাতে দেব তুলে
এই মানচিত্রের দায়ভার।।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহদমদ আংশু
এ্যালবাম: একা (১৯৯৯)
Leave a Reply