দুধের সরবত
দুধ
ঠান্ডা পানি সিরাপ বা চিনি |
২ কাপ
২ কাপ ১/২ কাপ |
পেস্তাবাদাম,কুচি
গোলাপ জল লেমন কালার বা জাফরান |
১ টে. চা.
১ টে. চা.
|
১। দুধ জ্বাল দাও। ফুটে উঠলে মাঝে মাঝে নাড়। দুধ ঘন হয়ে এক কাপ হলে নামিয়ে ঠান্ডা কর। দুধে ঠান্ডা পানি,সিরাপ ও রং মিশিয়ে ছেঁকে নাও।
২। গোলাপ জল,পেস্তাবাদাম,জাফরাণ ও বরফকুচি দিয়ে পরিবেশন কর।
Leave a Reply