দীন দুনিয়ার বাদশা তুমি, উম্মতের জামিন
খাতেমুন নবীন।
আপনি আশেক হইয়া , তোমাকে পয়দা করিয়া
আলেফ রূপে রইলেন চাহিয়া, তোমারে সাজায় মিম।।
তুমি রবি, তুমি শশী, তুমি মক্কা তুমি মদিনা
তোমার লাগি পেরেশানী, আসমান আর জমিন।।
বৃক্ষ আদি তরুলতা, পাহাড় পর্বত সাগর গোহায়
খাছ নাম তোমার কালাম উল্লাহ সুরায়ে ইয়াছিন।।
হুর ফেরেশতা গিলমেনে, কীটপতঙ্গ জ্বীন ইনসানে
তোমার তারিফ জনে জনে, গায় রাত্র দিন।।
কাঙাল উকিলে বলে, এসোরে ভাই দলে দলে
নবীর গুণ গাও সকলে হও যদি মমিন।।
পূর্ববর্তী:
« দিলো না দিলো না, নিলো মন দিলো না
« দিলো না দিলো না, নিলো মন দিলো না
পরবর্তী:
দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো »
দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো »
Leave a Reply