কুলমবিষাদ- কপাট উদঘটলুঁ
তাহে কি কাঠকি বাধা
নিজ মরিয়াদ- সিন্ধু সঞে পঙরলু
তাহে কি তটিনী অগাধা।।
সহচরি মঝু পরিথন কর দূর।
যৈছে হৃদয় করি পন্থ হেরত হরি
সোঙরি সোঙরি মন ঝর।। ধ্রু ।।
কোটি কুসুমশর বরিখয়ে যছু পব
তাহে কি জলদজল লাগি।
প্রেমদহনদহ যাক হৃদয় সহ
তাহে কি বজরক আগি।।
যছু পদতলে নিজ জীবন সোঁপলুঁ
তাহে কি তনু-অনুরোধ।
গোবিন্দদাস কহই ধনি অভিসর
সহচরী পাওল বোধ।।
পূর্ববর্তী:
« কুঞ্চিত কেশিনি নিরুপম-বেশিনি
« কুঞ্চিত কেশিনি নিরুপম-বেশিনি
পরবর্তী:
কুলের বৈরী হইল মুরলী করিল সকল নাশে »
কুলের বৈরী হইল মুরলী করিল সকল নাশে »
Leave a Reply